ইনভিজিবল
________


তুমি তো নেই কাছে,
সেও যে আজ বেশ কিছুদিন
বছরেরা যায় আসে।
জানিনা আজ কোথায় তুমি কোন সুদূরে
নাকি লুকিয়ে আছ আশেপাশে,
খেলছ তুমি মান অভিমান লুকোচুরির ধাঁচে।


জানি তুমি বেশ তো আছ,
কায়া মায়ার গণ্ডি ছেড়ে
তুমিও এখন 'ইনভিজিবল'!
ভুলোনা প্রিয় - তুমিও কিন্তু কথা রাখোনি।
তবে চোখের আলোয় দেখি তোমায়
ভালবাসার বাঁধন হতে তোমাকে যে আজও ছাড়িনি।


বড্ড বোকা সবাই ভাবে,
ভুলতে তোমায় পারিনি যে।
নও তো তুমি আমার কাছে টলোমলো পদ্ম পাতার জল,
এই বুঝি ঝলমলে হয়ে মুক্তোদানা তুমি
ঠিক পরে তার চলকে পড়া অদৃশ্য স্বচ্ছ -
তুমি শুধুই কালো জল !


সত্যি কি তুমি লুকোতে পার,
আমায় ফেলে অনিশ্চিতের অতল অন্ধকারে?
পার কি তুমি মিথ্যে করে বলতে আমায়,
এই আমি নয় প্রিয় তোমার?
তবে কেন খেললে এমন
ভিত্তিহীন মান অভিমান, শূন্য হৃদয় পুতুল খেলা ?
______________________
অমিতাভ (২৪.১০.১৮)