মনপাখি তুই যা না উড়ে নিরুদ্দেশে ভেসে
কি হবে বল গুমরে মরে  
এই চার দেয়ালের খাঁচার ভিতর বন্দী হয়ে থেকে ?
এমন পদে পদে বাধা নিয়ে কৃচ্ছ সাধন করে?

আঁকড়ে ধরা ক্ষনিকের এই ছোট্ট জীবন তোর
কখন যে সে পলকে তোর হারিয়ে যাবে তুই পাবিনা ঠাওর ।
তার চেয়ে তুই যা না উড়ে নিরুদ্দেশে মুক্তমনে ভেসে
ভরে নে তোর ছোট্ট জীবন যত সুখ মেখে অক্লেশে ।


থাকিসনা তুই ব্যকুল হয়ে আকাশটাকে ছুঁতে চেয়ে বন্দী হয়ে ঘরে,
সাদা মেঘের ভেলায় উড়ে যা ভেসে তুই নিরুদ্দেশে
মেলে দে তোর মুক্ত ডানা উন্মুক্ত নিখিলে,  
যা রে উড়ে মনপাখি তুই নিঃসীমের ঐ নীলে ...


চলনা রে মন ঘুরে আসি
রাত নিঝুমে চাঁদের নিচে পদ্ম দীঘির রুপোলী জল ছুঁয়ে ।
সবুজ ঘাসের গালিচাতে নিশ্চুপে এলিয়ে দেহ
সব ভুলে রই অবাক হয়ে চেয়ে শুকতারা সপ্তর্ষি আর লক্ষতারার পানে ।


নিজেরে তুই বেঁধেই চলিস ক্রমে কত না সব আপোষের বন্ধনে
ভাবিস আয়েশ করে খুঁটে খুঁটে সব খাবি বুঝি পরে,
কেউ জানেনা কখন যে সব উড়িয়ে নেবে ঝড়ে
হঠাৎ করে একটু জোরে দমকা হাওয়া ঢুকে !

যানারে তুই ভেসে ভেসে দেশে দেশে আনন্দে তোর ডানা মেলে -
ওরে মনপাখি তুই যা না উড়ে নিরুদ্দেশের দেশে
কি হবে বল গুমরে মরে  
এই চার দেয়ালের খাঁচার ভিতর বন্দী হয়ে থেকে ?
পদে পদে বাধা নিয়ে কৃচ্ছ সাধন করে?
যা - যানারে তুই - যারে নিরুদ্দেশে ...
=====================
অমিতাভ (১৭.২.২০১৬)বাড়ি, সকাল ৭-৩০