জানি, আর কোনওদিনও পাবোনা যে তোকে
এও জানি এ’জীবনে মিলবোনা তো আর
পাবোনা উষ্ণতা, পরশ আর সুগন্ধ তোর দেহের
জানি, ভালই জানি আর কোনওদিনও পাবোনা যে তোকে ।


তবুও কি তুই জানিস ওরে প্রিয়?
সব ছিনিয়ে নিতে যে তুই পারিসনি এখনও?
নাই বা পেলাম কাছে তোকে
পেলাম না তোর দীঘল নয়ন চপল চাহন,
আলোকোজ্বল অমল হাসি, ওই সুমধুর ধবনি!
এখনও যে যখন তখন বাঁধতে আমি পারি তোকে
আঁকড়ে ধরে রাখতে পারি আমার  স্মৃতির বাঁধনে।
অভিমানে অভিমানে ডুবতে পারি যখন তখন
লুটিয়ে দিতে পারি এই মূল্যহীন জীবন !


হারিয়ে তোকে একলা এখন
কাঁদতে পারি যখন তখন সুতীব্র চিৎকারে।
ভাসিয়ে তোকে দিতে পারি আমার অশ্রুনদীর ক্ষরস্রোতে
বইছে যারা যখন তখন এই দুনয়ন হতে।
- তোর জন্য এখন আমি প্রতিক্ষাও করতে পারি
লাগাতার দিন রাত, করে মৃত্যুপন।


নাই বা পেলাম কাছে তোরে, ছুঁতেও যে আর পারিনা রে,
ভালবাসা প্রেম নিবেদন সব নিয়েছিস কেড়ে,
তবুও কি তুই জানিস ওরে -
সব ছিনিয়ে নিতে যে তুই পারিসনি এখনও !
এখনও যে যখন তখন বাঁধতে আমি পারি তোকে
আঁকড়ে ধরে রাখতে পারি আমার স্মৃতির বাঁধনে !
===========================
অমিতাভ (১৬.২.২০১৬) বাড়ি, সকাল ৬-৪৫