ভালবাসাই বোঝে শুধু
ভালবাসার মানে –
যে জানে সেই জানে...
কি যে ভালবাসার মানে ।


চিলকূঠুরি মনের কোনে
সে যে বাড়ে সঙ্গোপনে
বাড়ছে বয়স ,ভালবাসা
কৈশোরে যৌবনে ।


ভালবাসা ভালবাসা
ভালবাসার স্বপ্ন নেশা,
ছিপ ফেলে সে রয় যে বসে
সেই হৃদয়ের খোঁজে।
সুজন যে সে এমন জনা  
শুধু তারেই ভাল বাসে ।


ঊজাড় করে দিতে তারে
ভালবাসার ধন,
সযতনে লালন করে
তার আপন কোমল মন।


মায়াবী স্বপ্ন দিয়ে মালাখানি গেঁথে
সাজিয়ে নিয়ে আঁচল ভরে
অঞ্জলি দেয় উদার হাতে
তার মনের মানুষটিরে ।


মান অভিমান আবেগ প্রনয়
চিকন চাহনিতে ,
ভালবাসা লুকিয়ে যে ওই
শিরায় শিরায় দেহের।


ভালবাসার গন্ধ মধুর
মধুকরই চেনে ,
বাসতে হলে ভাল তারে
কর বাসা ভাল নিজের,


ভালবাসাই বোঝে শুধু
ভালবাসার মানে –
যে জানে সেই জানে...
কি যে ভালবাসার মানে ।
=============
অমিতাভ (৩০।১১।২০১৪)সকাল ১১-০০