জানি ওরে প্রেম তোকে
কি বিদ্রোহী তুই ভীষণ,
নচ্ছার সোচ্চার একগুঁয়ে বেমিশাল
তুই যে তোরই প্রশাসন।


কি করে কখন যেন মনের ঘরে তোর প্রবেশ
কি যেন অজানা তোর সুতীব্র আবেদন ।
তারপর উচাটন বিবসতা বেপরোয়া রাতদিন
সংক্রামিত শরীর মন - ভালবাসা অনিঃশেষ ।


তোর প্রসংশা স্তুতি যত কবিতায় গজলে
উজ্বল হয়ে তুই লেখকের কিতাবে ,
ওদিকে তোকে নিয়ে যত ঝড় সোরগোল -
গেল গেল ধর ধর হুল্লোড় সমাজে ।


তবে এও জানি প্রেম ওরে -
মহীনের ঘোড়া তুই ,
হাজারো বিপাকে তুই লক্ষ্মীবাই চেঙ্গিস -
দুরন্ত নির্ভয় এক অদম্য আরোহী তুই ।
___________________
অমিতাভ (১০.৭.২০১৭)