জানিনা কোন সে অপরাধে বন্দী হয়েছি আমি,
কেন আজ অন্তরীণ, চারিদিকে শুনি আজ শুধু হাহাকার ?
কেন বিচ্ছিন্ন সবার হতে এক দ্বীপের মত ?
একাকী সম্পৃক্ত হই ক্রমে বিষণ্নতায়?


আপাত অনন্ত এই বন্দীদশায় -
ওখানেই আমি পাই একটুকু আলো একটু বাতাস এলোমেলো ,
নিরাশায় একটু আশা, একাকী চলার ভাষা,
অধুনা আমার এই ঝুল বারান্দাটাতে ।
এখানেই সবুজকে দেখি
সূর্যের আলো মেখে গায় স্বপ্নের নকশিকাঁথা যাই বুনে,
পাখিদের গুঞ্জন, উদাসী হাওয়ায় দোলা পাতাদের সাথে -
এখানেই আমি করি আলাপন ।


ঝুল বারান্দাটাই আজ আমার ছোট্ট পৃথিবী, সে আমার আলোর ভুবন ।
ভোরের বাতাসে দুলে পাতাগুলো হেসে বলে -
এখনও রয়েছে প্রাণ আলো হাসি আরও গান,
একটু আরও বাঁচোনা মন দিয়ে ।
আরও একটু স্বপ্ন দেখ , জীবনকে মেলে ধর - কর মোক্ষলাভ বিনিময়ে,
ভালবেসে হাসিয়ে হেসে গাও মুক্তির গান, কর যত বেদনা বিদায় ।
_______________________________
অমিতাভ (২১.৫.২০২১)


** বর্তমান কঠিমতম সময়ে দ্বিতীয় দফা 'লকডাউনের' সষ্ঠ দিনে আমার ছোট্ট নিবেদন