জীবন তো এক চিত্রকলা
তাকে আঁকতে যে হয় জলের পাতায়
হাতে ইজেল তুলি।


যতই আঁকি বিচিত্রতায়
মনের মত সাজিয়ে তাকে
রঙবেরঙ্গী করে,
ওকে জলছবিই বলি।
একটু নাড়া একটু ঝোঁকায়
একটু এদিক ওদিক হলেই
বড়ই আপন প্রিয় ছবি
হয় যে ভরাডুবি,
সব গলে জল
শুধুই অতল
হয় যে জলাঞ্জলি।


জীবন তো এক চিত্রকলা
তাকে আঁকতে যে হয় জলের পাতায়
হাতে ইজেল তুলি।
__________________
অমিতাভ (১৭.৩.২০)