হারিয়েও হারায়না ওরা যায়নাতো মুছে
যদিও কখনও আর আসেওনা ফিরে,
ওরা যে লেগে থাকে হৃদয়ের দেয়ালে সেঁটে  
ধোপার কালির মতন দগদগে হয়ে,
কিছু কথা কিছু ব্যথা, উষ্ণ ছোঁয়া পরিণয়,
প্রেম আর তপ্ত চুম্বনের উন্মাদনার যত পটকথা নিয়ে ।


তারই সাথে আছে সেই  
নির্জনে বসে নরম ঘাসের শীষ দাঁতে  নিয়ে
কাটতে কাটতে নিচুস্বরে বলা -
কিছু অনুরাগ আবেদন অভিমান গাথা ।


হয়তো আসেনা ফিরেফিরে, জানি আসবেও না আর ,
তবুও পুরাতন হয়েও ওরা আজও হৃদয়ের ঘরে
রয়ে যায় চিরস্থায়ী এক 'আর্কাইভ' হয়ে ।
যায়না তো দেখা আর , কতদিন ছোঁয়না উষ্ণ ওই দুহাত বাড়িয়ে,
নীরবে নির্জনে বাঙ্ময় হয়ে ওঠে চুপকথারা যত -
অহরহ অনুভবে জেগে ।


কানে কানে বলে যায় -
আমি আছি থাকব আজীবন গায়ে গায়ে খুবই কাছে,
তোমারই মনের আনাচে কানাচে - হৃদয়ের অন্তপুরে তোমার,
নবরূপে অদৃশ্য এক নব কলেবরে  -  আমি 'স্মৃতিকথা' ।
____________________________
অমিতাভ ( ৩.০৩.২০২০.) গৃহকোণ