জুউউউউউম্ …হাইওয়ে হাইস্পিড ড্রাইভ …
দুরন্ত গতি বেগ ঘন ঘন ফ্লাইট্ …


ব্রেইন স্টর্মিং , ব্যস্ততা ,কত না প্রজেক্ট -
কনফারেন্স ,মিটিং সাথে লেইট নাইট্ ।


জীবন ছুটে চলে… বলে ফাস্ট লাইফ্ ,
সময়ের সাথে দৌড় কোনও ফুরসত নাই ।


এই ইঁদুর দৌড়ের ভিতর জানিনা কখন -
বন্দি হয়েছি আমি, শুনি আমিও হয়েছি ‘এলিট’ !!


সাহেবিয়ানা আর ব্যস্ত জীবন ,
ধীরে ধীরে কৌটো বন্দি হয় সুকোমল মন ।


একে একে গৌণরা মুখ্য হয়ে ওঠে
হতবাক মুখ্য স্তব্ধ হয়ে নিঃশব্দে হারায় আঁধারে ।


অভ্যস্ত হয়ে পড়ি এক নকল জীবনে
সস্তা ঠুনকো এই তথাকথিত ‘এলিট’  মহলে ।


হারায় মূল্যবোধ সুক্ষ অনুভূতি
‘টার্বোচার্জড’ গাড়ি –
পার্টি পানাহার  দামী সিগারের ধোঁয়ায়
নীল রাত্রির পরী  !!


নেই কোনও প্রিয়জন কোনও সহানুভূতি
ইতস্তত পড়ে রয় শুধু অপার শূন্যতা আর সুতীব্র আকুতী!!


আপনার কেহ নাই গৌণ সবাই
যন্ত্রবৎ বিজাতীয় সার্থপর সবাই।


এরই পরে একদিন অকষ্মাত ইতি
কেউ কোত্থাও নেই -
একেলা একান্তে রই পড়ে আধুনিক এই আমি !


ক্রমেই ঝাপসা হয়ে আসে সব একদিন হারাই আপনারে
আধুনিকতার উঠেছে ঘুর্নিঝড় আঁধি, চারিদিকে শুধুই কালো ধোঁয়া বালুরাশি
কোথায় আপনজন? সভ্যতার গাত্রময় দেখি ক্ষত - শুধু ধু ধু মরুভূমি !!


জুউউউউউম …হাইওয়ে হাইস্পিড ড্রাইভ …
সামনে শুধুই দেখি দিশাহীন ছুটে চলা যান্ত্রিক এক ফাস্ট লাইফ ।
==================
অমিতাভ শূর (১৩।১২।২০১৪) বিকেল ৩-৩০