জ্বলছে দেখি অনেকেই তো
আশপাশে রাত দিন,
ওদেরই সাথে আমিও দেখি
বেশ জ্বলছি তো দিন দিন !


জ্বলতে জ্বলতে এই মনকে দেখি
ঠারেঠোরে বলতে শুনি -
কেনই বা জ্বলবেনা সে
শেষের মশাল জ্বেলে
করে সময়কে কুর্নিশ ?
জীবন পেলে বৃত্তাকারে
যেতেই হবে যেই তীর্থে শেষে
হয়ে একদিন বিলীন !


তাই জংধরা এই জীবনপথে
দেহে মনে গজিয়ে ওঠা
যত আগাছা আর ময়লা অগনিত,
জ্বালিয়ে ওদের ছাই করে সব
উঠব জেগে শেষে -
জীবন নদীর পারে ।
স্ফিংস যেমন জেগে ওঠে
ছাইয়ের গাদা হতে ।


তাই ভয় নেই আর কোনও
জ্বালাও আমায় জ্বালাও পার যত ,
জ্বলার শেষে উঠবো জেগে কাঁচাসোনার মত
আমার হোক জীবনের ব্রত ।
___________________________
অমিতাভ (১২.১২.২০২০) গৃহকোণ , রাত ১২-৪৫