কোথায় যে টেনে এনে ভিড়িয়ে দিলে
জীবন তরীটিকে এক কাদাঘোলা বাঁকে,
পড়েছি বেঘোরে এক ফাঁদে ,
সোজা এনে ফেলেছ দেখি এক শাঁখের করাতে ।


ঘরে বসে গুনি দিন, হাড়ে ধরে যায় ঘুন,
ভয়ে আর সন্ত্রাসে বসিয়ে বসিয়ে ঘরে
কেড়েই নিয়েছ দেখি দেড়টি বছর ।
ওদিকে বাইরে বেরোবে কি ?
বেঘোরে মরে দেখি 'বার্ড ফ্লুতে' টেঁসে যাওয়া মুরগির মতন ।


ওদিকে এখনও বলতে শুনি অনেকেই বলে ওরা -
আছে নাকি উপরে এক ভগবান , পরবর্দিগার ,
ঈশ্বর, আল্লা, খোদা আরও কি কি যেন বলে সব !


ধুর ধুর আর যে লাগেনা মোটেও ভাল
তোমার এই লেবু চটকানো
ভগবান নাম নিয়ে এমন ভুতের কেত্তন ।
যায়না যে দেখা আর নির্মম সংহার ,
ধুসর চিতার ছাই - মৃত্যু মিছিল ।
হিটলারের ভুতও দেখি লজ্জা পায় দেখে,
শরমে লুকায় মাথা নারকীয় তোমার এই কুকীর্তি দেখে ।


অনেক হয়েছে তোমার
লোকচক্ষুর আড়ালে বসে এই ছিনিমিনি খেলা,
অকালে চিতায় জ্বলে স্নেহ প্রেম যৌবন ,
শবদেহে দোলে বরমালা ।


তার চেয়ে দাওনা পাল্টে এই গ্রহের গতিপথ ,
অভিকর্ষের বাইরে  যাক ছুটে ,
মুহূর্তে জ্বলে যাক খসা তারা হয়ে
নামুক নিঃশব্দ চির অন্ধকার প্রাণহীন পোড়া পৃথিবীতে ।


তা না হলে বাঁচতে দাও এই সবুজ পৃথিবীতে
সুস্থ চেতনা নিয়ে সুস্থিরতায় ।
বন্ধ কর তোমার অদৃশ্য হাতের এই
ঝাঁপতালে টিপে মারা ঢপের কেত্তন ।
___________________________
অমিতাভ (২৩.৪.২০২১) রাত ১-১৫


** প্রেক্ষাপট " করোনা" - আজ ভারতে একদিনে ৩,৪৫,১৪৭ জন আক্রান্ত এবং ২৬২১ জন মৃত ।
দাউ দাউ জ্বলছে পৃথিবী একমাত্র একটি অতি সন্দেহজনক দেশ চিন ছাড়া ।