আমার আমিকে আমি কতখানি জানি?
কতখানি জানি তার অন্তরের পরিমিতি, সংকীর্ণতার গ্লানী?
হয়তো বা জানি তার সুশোভন ব্যবহার,
ঋজু মন হয়তো আছেও কিছু ঋজু চেতনা তা মানি।


পুলকিত হই তার কিছুবা শুভ্র আলোর ছটায়,
তবে কতখানি জেনেছি অন্তরের নিভৃতকে অদ্যাবধি আমি?
আছে কি লুকায়ে সেথায় কোনও বিষধর ফণী ,
নিভৃতে অন্তরেরই কোনও এক কোণে নিয়ে বিষথলি  ?


পুন্খানুপুন্খরূপে জানতে চাই আমার আমিকে যে আমি,
আপাত ভালোর ভাঁজে আমার যত কালো লুকোনো ভন্ডামি।
মুক্ত হতে চাই আমি হতে চাই অতি সাধারণ সত্য অনুসারী,
আকাশের মত চাই একটি হৃদয়  - স্বচ্ছ অসীম আলোর দিশারী ।
_________________________
অমিতাভ (১৯.৮.২০২০)