খেল খেল যত পার খেল, তবে দেখেছ কি ফিরে
ছোট্ট এ’জীবন যে গেল ফুরিয়ে,
তোমার আমার ওর তার - সবারই ফুরোলো।
তবুও দেখি কেমন আমি খেলি তুমি খেল
মত্ত হয়ে চলেছি খেলে শুধু গোছাতে নিজের।


রাজা উজির আমির গরীবেরা যত
তুমি আমি ওরা মিলে কত শত শত,
হামলে পড়েছি কেমন শুধু ভরে নিতে আপনার পেট
চাহিদার নেই কোনও শেষ, তবে শুধুই নিজের নিজের।


কিছুই যাবেনা সাথে মায় কি
দেহটিও রেখে যাব কবরে শ্মশানে,
তবুও সব কিছু শুধু আমার হওয়ার
আমরন কি ভীষন বিষম লড়াই!


ছোট্ট এ’জীবন যে গেল ফুরিয়ে
তোমার আমার ওর তার - সবারই ফুরালো।
বুঝেও না বুঝে তারে
তুমি আমি কি ভীষন মত্ত হয়েছি এই মরন খেলায়।


বেশ - তবে খেল,
খেলে যাও যত পার খেল !
------------------------
অমিতাভ (২১.৯.২০১৬)