তোমাকে হারিয়েও আমি চাইনি হারাতে
খুঁজেই চলেছি আমি অহর্নিশী আজও
রুদ্ধশ্বাসে আপন বিশ্বাসে পরিব্রাজকের মত –
অতিশ, বিম্বিসার হয়ে
কিংবা কখনও আমি হই চেঙ্গিস ...
পর্বত চূড়ায় আমি একাকী ঈগল,
শ্যেনদৃষ্টিতে খুঁজি সন্ধানি অতৃপ্ত দুই চোখ মেলে,
কখনও নীল সমুদ্রে উড়ি -
সাদা ডানা মেলে আমি ‘এলবেট্রস’ !


জানিনা কোথায় তুমি ?
খুঁজে যাবো আজীবন জলে স্থলে অন্তরিক্ষে
নাহয় অন্য কোনও গ্রহে
মরণেরও পরে ...
---------------------------
অমিতাভ (৫.৩.২০১৭)