আঁকা বাঁকা বয়ে যাব তির তির বহতা ঐ নদীর মত,
আপনমনে চাই শুধু বয়ে যেতে ক্ষামখেয়ালি দখিনি হাওয়ার মত ।
চাই উত্তাল ঢেউয়ের মাথায় যাই বয়ে শ্বেতশুভ্র ওই ফেনার মত।
হাঠ করে খুলে দিয়ে মনের  দুয়ার হব বন্ধু সবার ।


নাকি বাঁচতে চাই আমি সদা হাস্যময় ফুলের মত
সুস্মিত সৌরভে তার সুগন্ধ ছড়িয়ে !
নাকি বাঁচতে চাই আমি আনন্দকে নিয়ে,
সাথী করে নিয়ে তাকে ছড়িয়ে দুহাতে?


মানুষের অবয়বে হাজির হয়েছি আমি
এই ধরণীর আঙিনায় কোনও একদিন,
বিদায় নিতে চাই আমি তোমাদের থেকে
মানুষের পরিচয়ে, মনুষ্যত্ব ও তার নির্যাস নিয়ে।


চাইনা কামিনী কাঞ্চন আমি
চাইনা করুণা কারও, কোনও রাজপাট
চাই বিদায় নিতে আমি -
কারও ভ্রুতে কোনও কুঞ্চন না রেখে ।


ওগো ধূলিকণা পথের -
দেখিয়েছ কত পথ তুমি এগিয়ে চলার - ভুলিনাই আমি ।
অনেক হেঁটেছি আমি তোমাদের বুকের উপর,
তোমরা শুধু মনে রেখো এক পদাতিক নামে - দিও স্বীকৃতি আমায় ।
__________________________


অমিতাভ (২৪.২.১৯)