কেন বোঝেনা ওরা মরানদী কেন হয়
স্মৃতিরা পিঠ পেতে কেন চাবুকের মার সয় ?
কেন তারস্বরে ডাকে ওই রাত জাগা পাখি
নিশিরাতে রাজপথে বেসামাল পায়ে কেন চলেছে পথিকবর নিরবেই একা ।


নেই কারও মাথাব্যথা বলে - কিবা প্রয়োজন!
রাতের গভীরে ওই নীল আলোর মোহিনী ছায়ায় চলে বিনোদন,
ওখানে তখন সূরা নারী যৌনতারা করে আলাপন - হাস্যে লাস্যে সোৎসাহে ।
পথের ধারে কাঁদে শিশু চিল চিৎকারে - মায়ের শুকনো স্তন নিয়ে মুখে ।


সারাদিন নিরলস সুগন্ধ ছড়িয়ে
বকূলেরা ঝরে যায় নীরবে ধুলায়,
চাতক রয় চেয়ে মেঘহীন ওই রুদ্র আকাশের পানে,
নেই কারও মাথাব্যথা বলে - কিবা প্রয়োজন!


চারকায় তেল দাও নিজের নিজের,
বানে ভেসে গেছে তা যাক্,
থাক্ না শূন্যে উঠিয়ে ওরা হাত,
আমার আঙ্গুল থাক পুরো ডুবে ঘিয়ে ।


নেই কারও মাথাব্যথা বলে - কিবা প্রয়োজন!
_______________________
অমিতাভ (১.৭.২০২২) গৃহকোণ