খোপার বাঁধন শিথিল করে
এলোকেশে কোন গগনে,
জানিনা কোন পথের বাঁকে
কোন সে  নীলের বুকে তুমি নির্জনতায়?


এখানে আজ খুব হাহাকার
জীবন কাঁদে মরণ দেদার,
তারই মাঝে শূন্য মনে সংগোপনে মনের কোণে
আজও আশার আকাশপ্রদীপ নিঃশব্দে সে জ্বলে ।


অশ্রুনদীর অথৈ জলে
ভাসিয়ে তরী প্রেমজোয়ারে
খুঁজতে খুঁজতে খুঁজতে তোকে
হলোই না হয় বৈতরণী পার !


নাইবা হলাম পাশাপাশি, একটু উষ্ণ ছোঁয়ায় হাসি
অপেক্ষাতেই বাই যে তরী অনন্ত অপার  ।
______________________
অমিতাভ (১.৮.২০২০)