হারিয়ে গেছে রাস্তা ইটের
কেচর কেচর গরুর গাড়ি,
রামধুন গাওয়া সহিসটিও
সাথে ঘন্টা গরুর লণ্ঠন লাল ।
কোথায় যে সেই আঁকা বাঁকা
লালমাটির ওই রাস্তা ধুলোর,
দুপাশে তার হাসনুহানা
ধুতরো আর আকন্দ ফুল।
ধান ওঠা ওই শুকনো ক্ষেতে
গোল্লাছুট আর দাড়িয়াবান্ধা,
অলস দুপুর সিঁড়ির কোনে শীতলপাটি বারান্দাতে
আড্ডা জমায় মা মাসীরা লাল ঠোঁটে ওই পানের বাটায় ।


হারিয়ে গেছে ইচ্ছেগুলো একসাথে আজ থাকতে সবার,
ছুটিতে আর মধুপুর নয় এখন নাকি মরিশাস নয় পাটায়া !
_______________________
অমিতাভ (১৬.৫.১৪)