নিঝুম দুপুর, ঝিলের পাড়ে তুই আমি দুজন,
শুকনো পাতায় শব্দ পায়ের আম কাঁঠালের বন,
ছম ছম তোর পায়ের নুপুর -
তরুছায়ে পায়ে পায়ে আমরা দুটি মন।


খিলখিলিয়ে হাসছি দুজন অকারণে ওই বিজনে,
তোর হাতে আম মাখা বাটি , আমার কামরাঙ্গা।
হাত বাড়িয়ে তুই খাওয়াস আমায় ,
আমি বলি তুই আগে খা,
শিশু মনের ভাল লাগা তুই আমি দুজন।


তুই আমি খুব বন্ধু সাথী দুজন থাকি পাশাপাশি
এখন ছুটি গরম দিনের, হাতে অঢেল সময়।
ভোর না হতেই ছুট্টে দুজন,
উঠোন কোনে ফুল কুড়োতে চাঁপা তলায় জড়ো।
হুটো পাটি চিৎকারে সেই ফুলের সাজি ভরা।
গোমড়া মুখে তুই দাঁড়িয়ে হয়নি যে ফুল সাজি ভরা,
ফুলে ফুলে দিলাম ভোরে আমারসাজি হতে।
এক গাল হাসি নিয়ে তুই, লাল বিনুনি চুলে...
--------- -----------------
অমিতাভ(3.4.18) সকাল 10  30