১) রিত রেওয়াজ :


তুমি যে দুর্বল বড় থাক নতশিরে
তা'লে ভাই মর তুমি 'হারিকিরি' করে।


বাঘ তো মারবেই হরিণ, টনে টনে মাছ খাবে তিমি,  
থোড়াই তোমাকে দেবে ক্ষুধার্ত নেতারা, শতছিদ্র উদরে ওরা শুধু যায় ভরে ।


দেখ দেখ - দাদা দিদি কেমন চড়ে জুড়িগাড়ি,
তুমি হাঁদা চড় চিতা ক্ষুধার অনলে জ্বলে, তানা হলে ঝুলে পড় গামছা জড়িয়ে।
__________________________
অমিতাভ (৬.১২.১৯)


২) অবশেষে একদিন :


পালাবার পথ নাই কোনওভাবে জেনো,
এখানে টিকিটি সবার বাঁধা - মনে থাকে যেন ।


পালঙ্ক পেয়ালায় মজে সিঁদুর কুমকুম সুখে দুদিনের তো এই অভিসার ,
কিংবা খুন্নিবৃত্তির দুখে যন্ত্রণায় সন্তাপে কাটে যে সময় হতাশায় ।


হলেই বা আমির উমরাহ নাহয় মধ্যবিত্ত দীন,
জেনো অবশেষে একদিন হারিয়ে স্পন্দন, লাশ হয়ে হতে হবে লীন ।
______________________
অমিতাভ (৯.১২.২০২০)


৩) আসেনা আর ফিরে :


একে একে ওরা সব কোথা যেন চলে গেল
আর তো এলোনা ফিরে কেউ।
জীবনের হেঁয়ালি বুঝি ধরা পড়ে গেছে সব হাতেনাতে বিষদে বামাল,
তাই  চাঁদ তারা জোৎস্নাতে মোহ প্রেম বৈভবে মন আর ভোলেনা তাহাদের ।


মেলে দিয়ে পাখা তাই অনন্ত সুনীলে নীল ওরা সব দিয়েছে উড়ান ।
অনির্বচনীয় শুদ্ধ ওই অসীমকে পেয়ে ফিরে আর আসেনা যে কেউ ।
_____________________
অমিতাভ (৬.১২.২০২০)