১)
জীবন নদীর পথ বেয়ে চলছিলাম এগিয়ে
পথমাঝে তুমি এলে গুণগুনিয়ে গেয়ে  
যেন এক কুঞ্জবনের রুপবতী আলোর প্রজাপতি ,
এলে ভরিয়ে দিতে নিস্তরঙ্গ বিরান এ' জীবন
রং রূপ সুগন্ধ তোমার দিয়ে ,
ছড়িয়ে সুখের যত আবীর গুলাল তুমি একদিন ।


২)
এত সুন্দর এই নীল -
সুনীল আকাশ অতল সাগর
নীলপারা ঐ অপরাজিতা আর মনসিজ,
এখানে জীবন তার ডানা মেলে আনন্দ কুড়ায় ।
রেণু রেণু মন রাঙ্গানো আকুল প্রেমে রাঙ্গিয়ে হৃদয় -
কোন সে আলোর প্রজাপতি তুমি গাও জীবনের গান ?


৩)
বিরান মনের বিবসতায় কে তুই ওরে আঁখির 'পরে
দিস জ্বালিয়ে স্বপ্ন লোকের প্রদীপখানি জ্বেলে?
কে তুই ওরে আলোর প্রজাপতি হয়ে
শূন্য মনে দিস জাগিয়ে এগিয়ে চলার সাধ ?
কেন আবার চোখের জলে স্বপ্ন ঝরে, কে তুই বলিস এগিয়ে এসে
দুঃখ ভুলে নাওগো বেঁচে কানায় কানায় - জীবনকে তোমার ।
______________________________
অমিতাভ (১২.৮.২০২২) গৃহকোণ, রাত ২-৩৫