১) কাল -
______
শৈশবের সেই শিতের সকাল যা ছিল আমার একান্ত,
এক মুঠো সোনারোদ্দুর মেখে খড়ের গাদায় গা এলিয়ে রোদ্দুর পোহানো!
সামনের ওই মাচানটায় ফোটা হলুদ ঝিঙে ফুল,
কল্কা আঁকা সুতির চাদর জড়ানো গায়, ওম পোহানো সেই আমি কিশোর,
হাতে আমার ফুলের সাজি, শিশির ভেজা পা,
সাথে ফড়িং ওড়া সোনালী ভোর - ছোট্ট আমি যে বিভোর ...


২) আজ -
_______
স্বপ্নরঙিন সোনালী সেদিন  হারিয়েছি সব আজ,
হারিয়েছি পায়ের নিচের শিশির ভেজা আঁকাবাঁকা লাল পথ,
তারই সাথে সাধের ভিটে মাটিটাও যেন হারিয়ে গিয়েছে কখন ।
আজ আমিতো হয়েছি তালেবর তবে পায়ের নিচে শুধু পিচ আর পাথর,
চারিদিকে ইট কাঠ আর পাথর ঘেরা উঁচু বাড়ির ময়দানবের পাহাড়,  
মনের ভিতরে ভিড় করে ওরা আজ - যত শহুরে জঞ্জাল।


৩) এই সময়
________
ছোট হতে ক্রমেই ছোট হওয়া বৃত্তে আমার ঠাই ,
বরাদ্দে এখন এক চিলতে ছোট্ট ওই আকাশ - কোণের জানালাটার ওপার ।
আধুনিকতার ঘেরাটোপে আজ বন্দী এ'জীবন,
পরেছে সে আজ শিকল বেড়ি - ইচ্ছে আর অনিচ্ছাদের চাপান উতোরে ।
পরাধীনতার বেড়াজালে আজ শুধুই আপষের পদাবলী,  
খুন্নিবৃত্তিতে মজে আছে মন নিছক  বাঁচার মোহে ।
--------------------------------------
অমিতাভ (১৩.২.২০১৭)