মা -১
___


নয়ণ মেলে দেখেছিলেম
ওই নিখিলের নীল আকাশ, সবুজ ধরনীকে,
ছন্দে গন্ধে ভরেছি এই মানব জীবন।


পেয়েছি কোমল বক্ষে হতে অমৃতসুধা - তোমার স্নেহডোরে,
সবই যে তোমার করুণায় মাগো তোমারই সৃজনে।
সসম্ভ্রমে নতমস্তকে মাগো জানাই তোমায় আমার বিনম্র প্রনাম।
______________________
অমিতাভ (১৩.৫.১৮) বিশ্ব মাতৃ দিবস


মা -২
===
বারে বারে তোমায় মাগো পড়ছে মনে আজ ,
কত শত মায়ের মাঝে তোমায় খুঁজি তাই ।
তোমার আশিস তোমার আদর
তোমার শাষন তোমার নজর ,
কোথায় যে পাই তাদের এখন - তুমি যে নেই আর !
অবচেতন মন যে খুঁজে আজও মায়ের আঁচলখানি আশির্বাদি হাত ।


মাগো তোমায় যে আজ মনে পড়ে এত মায়ের মাঝে,
ভালো থেকো মাগো তুমি সব মায়েদের সাথে ।
======================
অমিতাভ (১২.০৫.১৯১৪) বিশ্ব মাতৃ দিবস


** প্রনাম তোমায় মাগো