শিশির ভেজা শীতের সকাল
সবুজ ঘাসে পা ডুবিয়ে ফুলের সাজি হাতে
ফুল তুলেছি শীতের ভোরে ছোট্ট দুহাত দিয়ে ।


কূয়াশাঘন শীতের সকাল পাখির কুজন ফুলের বাহার
আপন মনে ফুল তুলেছি শীতের সকাল বেলায়
শিউলি জবা দোপাটি আর নীলকন্ঠ গাঁদায়।
ফুলে ফুলে উপচে পড়ে ফুলের সাজি আমার।


উঁকি দেয়া সোনারোদ্দুর স্বপ্নমদীর শীতের সকাল
কাকভোরে ওই আঙ্গিনাতে সিমন্তিনী মা যে আমার,
মায়ের হাতে দেই যে তুলে উপচে পড়া সাজি আমার
ফুলে ফুলে ভরা ।
ঊষার আলোয় সামনে দেখি শিশুর হাসি মুখে নিয়ে
ফুল হাতে ঐ মা।


ফুলরাণী ঐ মা যে আমার যেন ফুলের মাঝে রাণী
ফুলের মতই স্নিগ্ধ সতেজ সরল মুখখানি,
ভুবন ভোলা হাসিমুখে মা যে আমার রয় দাঁড়িয়ে
ছড়িয়ে পড়া ভোরের আলোয় দুচোখ ভরে দেখি তারে
ফুল হাতে ঐ ফুলের রাণী আমার সহজ সরল সদাহাসি অপরূপা মা !!
---------------------------------
অমিতাভ (১৮.১০.২০১২) বাড়ি, সকাল ৮-৩০


** আমার ছোট্টবেলায় ঠিক এমনি করেই সেই ফুল তোলবার দিনগুলো মনে পড়ে। আমার মায়ের নাম ফুলরাণী। মনে পড়ে যায় আমার মায়ের লালটিপ পরা ফর্সা উজ্বল মুখখানির কথা।