পেতাম যদি তোকে
লাল বিনুনি দুলকি চালে
সেদিনের সোড়শী সেই - তুই চপলাকে!


তোর ডাগর চোখের ওই চাহনি
ফুলে ফলে স্রোতস্বিনী ,
তুই ছিলি সুখ স্বপ্নবিনোদিনী ।


সাজিয়ে দিতেম কবরী তোর কুর্চি ফুলের থোকায়
বাজুবন্ধে আকাশমনি
গলায় দোলনচাঁপার মালায় ।


ভাসিয়ে নিতেম ফাগুনি হাওয়ায়
আমি উড়িয়ে নিতেম তোকে ,
বেসামাল আলুথালু এক বোশেখি ঝড় হয়ে ।


হারিয়ে যেতাম এক রাশ তোর
কালো চুলের ঘন মেঘে,
কাল ভ্রমর হয়ে আমি পরাগ রেণুর খোঁজে ।


ফাগুনি তোর আগুন তাপে
জ্বলে পুড়ে হতেম আমি
কাঁচা সোনা প্রেমের ।


চন্চলা চপলা তুই
হরিণ চোখের বিহ্বলতায় অপলকে চেয়ে,
সমদারে নিতেম আমি জড়িয়ে তোকে বুকে...


_____________________
অমিতাভ (২৯.৬.২০২১) গৃহকোন, রাত ৩-২৫