মাগো তুমি কেমন যেন!
বকুনি মার কান মলাতেও
ফিরে ফিরে সেই তোমার কাছে তোমারই আশপাশে ।
কেমন যেন গানের সুরের
সোমের মতন তুমি,
সবার শেষে ঘুরে ফিরে নিই তোমারই স্মরণ  !


আমার কান্না হাসি উল্লাসেতে
প্রেম অভিমান বিষন্নতায়
কি করে যে কখন তুমি
দাঁড়াও এসে পাশে !
প্রয়োজনে তুমি হেসে
দাও বুলিয়ে মঙ্গলময় তোমার ও দুই আশীর্বাদী হাতে।


তুমি শুধু নয় কেমন মাগো,
তুমি না - শান্তির এক আঁচলছায়া তুমি অগুরু চন্দন!
আমার মাথার উপর অনুভবে
থাকে তোমার আশীর্বাদী ওই দই চন্দন হাত,
আমার শেষের কড়ি অভয় তুমি,
আমার নিশ্চিন্তপুর তৃপ্তি তুমি - চিদানন্দ আমার ।
_______________
অমিতাভ (১২.১০.১৮)