কি বিচিত্র তুমি প্রেম
মায়াবিনী চিতচোর
অতন্দ্র তুমি যে অঘোর!
শ্যামের বাঁশরি সম
মায়ার কুহকে লীন
তুমি আনন্দলোক ।


তুমি কি হেঁয়ালি এক?
হ্যেমলিনের বাঁশিওয়ালার মত
তুমি কি এক কালান্তক সুর?
ভাসিয়ে জীবনতরী মায়াজোছনায়
তুমি কি যাও ভেসে
অচিনপুরের ওই নীল  মোহনায় ?


উত্তাল ফেনীল ওই ঘূর্ণিবলয়ের
সলিল সমাধিতেই কি
তুমি পাও যত সুখ ?
নাকি দাবানলে পুড়িয়ে প্রেম
ওড়াও তার ছাই -
তুমি নীল বিষে?
______________________
অমিতাভ (১০.১১. ২০১৬)