তোমাকে ভাবতেই কেমন
নির্জন শীশমহলে জ্বলে আলোর প্রদীপ,
হৃদয় বীণার তারে বাজে সুরের ঝঙ্কার
আমিষ গন্ধ পাই নিঃশ্বাসে আমার ।
বদর বদর পাল তোল - নৌকাবিলাস,
ভাবুক এ'মন হয় মগ্নমুখর - কল্পনায় তোমার কায়ায় ।


মায়ামৃগের বিচরণে
আলোকিত বনাঞ্চল চঞ্চল হয় মন,
কস্তুরিগন্ধ তার ছড়ায় নেশা
উন্মুখ শিকারি ছোটে মত্ত নেশায়।


নাভী মূলে জাগায় একি শিহরণ,
অশান্ত হয়ে ওঠে তপ্ত এ'দেহ মন ।
বোঝ নাকি, কি ব্যাকুল নেশাতুর আজ মধুকর ?
মাখবে গায়ে পরাগরেনু - তৃষ্ণার মধু আহরণ !
__________________
অমিতাভ(৩.১.২০১৮)