অনেক কাদা জল ছড়িয়ে ঝোড়ো হাওয়ায় ধুম বৃষ্টি শেষে,
জল নেমে ওই ভেসে ওঠা যেমন নিকোনো সবুজ মাঠ !


তোকে দেখে লাগলো যে দোল অজানা কোন পাগল হাওয়ায় মন ছোটে তোর দেশে,
দিন কাটিয়ে বছর শেষে ভাললাগা সেই তোকে পাওয়া আমার ঠিক তেমনই পাঠ ।


তোকে পেয়ে চাঁদ ধরেছি, অতল তলের ঝিনুক হতে মুক্তোদানা তুই পেয়েছি,
সব ভুলেছি শঙ্কা লড়াই অপেক্ষাদের মার - চপল চিকন তুই মোহিনী মনোহারী আমার।
____________________________
অমিতাভ (২৬.১.২০২১)গৃহকোণ, রাত ১২-৪০