কল্পলোকে নয় স্বপ্নলোকেও নয়,
কেন যে তুই অহর্নিশি আবেদনে নিবেদনে,
নালিশ ভালবাসায় থেকেও কুয়াশা কুয়াশা?


রাগ অভিমান ভালবাসায়,
তোর সোহাগী প্রেমের ফাঁসে,
বাঁচতে চাই মণি আমি
তোর হাতে হাত হাত রেখে।


তোর ওই কালো হরিণ চোখের
মাতাল নেশায় মগ্ন হয়ে
তোর ছোঁয়াতে তোর উষ্ণতায়
হাজারো তোর বায়না নিয়ে ব্যস্ত হতে চাই।


আলোর পথে সাথী হয়ে
যাব আনন্দ ধামের পথে,
পায়ে পায়ে সুখ কুড়িয়ে
হব আগুয়ান - আমরা দুজনায়।


পায়েশান্ন চাইনা আমার,
নুনেভাতে কাপড় নিয়ে
তোর ওই শীতল আঁচলছায়ে
চাই একটুকু আশ্রয়।


আমি যে বাঁচতে চাই মণি
শুধু তোকে নিয়ে সাথে করে
বৃষ্টিস্নাত হয়ে আমি
রোদ্দুর হতে চাই - বাস্তবতায় ...
___________________
অমিতাভ(১৫.১২.২০১৭)