আমি হ্যাঁ হ্যাঁ আমি,
জীবনের সন্ধ্যায় এসে পারবনা চলতে এই আমি -
তোমাদের হ্যাঁ র সাথে হ্যাঁ মিলিয়ে - চলতে ঘোলা জলে ।
তোমাদের গানের সুরে মিলিয়ে সুর পারবনা চলতে এই আমি।
সময় এনেছে টেনে জীবনের সন্ধ্যায়, সামনে কালো রাত্রি আছে জানি।


আঁধারে ডোবার আগে হয়তো গাইব কিছু গান, নেবো নিঃশ্বাস
কিছুবা আনন্দ অভিমানও যাবো করে - সাঁঝের বেলায়,
তবে কখনোই অপরকে দুঃখ দিয়ে নয়,
অশোভন যত গানের বিকৃত সুরে সুর মিলিয়ে নেচেকুদে নয়।
কেউ যদিবা না দেয় সাথ, নাই বা গাইলাম 'কোরাস' জীবন সন্ধ্যায়।
রাত্রির মেঘ দিয়ে আচ্ছন্ন করার আগে তুমি জেনো হে সময় -
পারবোনা মেলাতে সুর আমি বেসুরোর সাথে ঘোলা জলে নেমে।
পারবোনা বেনো জলে ভাসাতে নিজেকে,
আমি হ্যাঁ হ্যাঁ এই আমি।


রেখেছ সাজিয়ে তুমি কফিনের পেরেক না হয় চিতার আগুন, জানি।
তবে তার আগে চাইনা পেতে আর খুচরো কোনও ব্যথা,
হড়কে গিয়ে পিচ্ছিল কাদা ভরা উঠোনেতে নেচে।
দেবনা অঞ্জলি আমি অজানা অগ্রহনীয়কে।
গেলামই না হয় ডুবে রাত্রির প্রথম প্রহরেই !
আমি হ্যাঁ হ্যাঁ এই আমি।
____________________
অমিতাভ (২২.১.১৯) বাড়ি, রাত ১-১৫