কখন যে তুই পড়লি ঢুকে মনের ঘরের দরজা খুলে
এদিক ওদিক একটু দেখেই মন করলি চুরি তুই,
মায়াজালে জড়িয়ে নিয়ে বন্দী করে নিলি আমায়
মুক্তোঝরা প্রেম ছড়িয়ে তোর হৃদয় বাসরে,
বন্দী আমি বন্দী এ’মন আমার বন্দী আগামি
তোর কাছে আমি যে আজ  চির নজরবন্দী হই।


তুই ছাড়া আজ অচল আমি বড়ই অসহায়
কখন যে হারিয়ে গেলাম অজান্তে তোর পিপাসায়
ভালবাসার অমোঘ টানে দুরন্ত তোর নেশায়।
মন বসেনা সুখ আসেনা
তোকে ছাড়া আমার যে আর কাটেনা সময়,
রাতের তারার ছায়ায় মায়ায় ঘুম আসেনা আর।
তোর মধু তোর গন্ধনেশায়, দুর্নিবার ভালবাসায়
মগ্ন আমি লুব্ধ আমি - তোর মায়াবী প্রেম নেশায় ।


মন নিয়ে তুই করিস খেলা
তোর দরিয়ায় ভাসাই ভেলা,
কান্না হাসির উজান ভাটায় করিস বিচরণ
তুই যে আমার ভালবাসা তুই যে বিনোদন।


তোকে ভেবেই কাটে আমার দিন রাত্রি ভোর,
- ভালোবাসায় তোর।
------------------------
অমিতাভ (৩.১০.২০১৬)