তুমি কি কেবলই নারী ?.
নাকি ধরনীর অমৃতধারা
রুপ রস মধুভান্ড নিয়ে ,
উর্বশী মেনকা তারা ।


ফুলের মতই কোমল হৃদয়,
অরুপ রূপমাধুরী
এই ধরনীর ধাত্রি তুমি ,
ধন্য ধরিত্রী ।


কত প্রাণ আসে কত প্রাণ যায়,
নিত্য এ ধরনীতে
নারীই তারে ধারন করে ,
পালন করে তারে।


তোমার জঠরে বেড়ে ওঠে প্রাণ –
স্তনযুগলের অমৃতের দান, ,
ওই কোমল বক্ষের আঁচল ছায়ায়
বেড়ে ওঠে প্রাণ , মমতা মায়ায় ।


ভগ্নী প্রিয়া অর্ধাঙ্গিনী , কখনও সে বারনারী
ধন্য তুমি ,ধন্য মাগো , ধন্য তুমি নারী ।
=====================
অমিতাভ (৬.৫.২০১৩ )
লেকের ধার , সকাল ৬-৩০
Image may contain: 1 person