উত্তাল সমুদ্র চায় আঁকাবাঁকা বয়ে যেতে
শান্ত বটের ছায়াতলে - ওই সবুজের মাঝে,
পিছে ফেলে নোনাজল
তার আগ্রাসি ঢেউয়ের উচ্ছাস ।


পুরুষ আমি নারীকে চাই পেতে ,
ভাল লাগে বাসতে ভাল
বড়ই আপন করে ,
চাই ভালবাসা তার নরম দেহের উষ্ণ ছোঁয়া পেতে ।


সিক্ত হই ভালবাসার আকুলতায়
ভাসিয়ে দিয়ে আপনারে মোহিনী তার নরম দেহে ,
চাই ভিজতে আমি ডুবতে যে চাই
তার উষ্ণ স্রোতের সুখ প্লাবনে হারিয়ে আপনারে ।


নয় সে কোনও সোনালী দস্তানায় মোড়া -
রক্তে রাঙা লোলুপ হাতের হিংস্র আগ্রাসনে ,  
নয় অজগর নিষ্পেষনে ধর্ষণে পীড়নে ,
নয়তো অপ্রেমে ।


মানবিক প্রেমে আমি তাকে চাই পেতে ,
আপনারে সুশোভন করে গ্রহণীয়,
জয় করে নিয়ে তার কোমল হৃদয় -
অনুনয়ে, নিবেদনে, অনিঃশেষ প্রেমে ।


গর্বিত হতে চাই ভালবেসে অফুরান
স্নেহ দিয়ে আপ্রাণ রক্ষা করে তাকে,
যত্নে লালিত ওই গোলাপ গাছের মত,
ফুটিয়ে সুগন্ধি ফুল তার অনিন্দ সৌরভে ।
_______________________
অমিতাভ (৮.৩.২০২০) বাড়ি, রাত ১০-৩০


** আজ বিশ্ব নারীদিবসে সমগ্র নারীকে শ্রদ্ধা জানিয়ে আমার নিভৃত হৃদয়ের দুকথা