তুই যে আমার নয়নতারা
ছোট্টবেলার গা ঘেঁষা তুই সন্ধ্যা সকাল ,
পাশাপাশি  ছিলাম দুজন সকাল বিকাল !
একই সাথে ছিল কত কান্নাহাসি মারামারি
নালিশ যত ছিল সেদিন ছিল খুন্সুটি আর লুকোচুরি।


তুই যে ছিলি কাগজ দিয়ে নাও ভাসানোর বাদল বেলায়
ধুলোমাটি মেখে দুজন রান্নাবাটি পুতুল খেলায়
তুই যে ছিলি হলুদ প্রজাপতির পিছে -
ছুট্টে গিয়ে দুজনাতে ঝাঁপিয়ে পড়ে ফড়িং ধরায় ...


খুব মেরেছি তোকে আমি
রাগ করে তুই কামড়ে দিতি,
দিনের শেষে রাগ করে তুই
গাল ফুলিয়ে ঝুটি নেড়ে দুচোখ ডলে বাড়ি যেতি ...


ভোর না হতেই সব ভুলে তুই বন্ধু আবার
বেলুন হাতে তোর কাছে ছুট,
দু'জনাতে সেই একজোট !
হাত বাড়িয়ে দিতি আমায়
টক ঝাল নুন মিষ্টি মাখা আমসি কিংবা কুলের আচার ...


ছুট্টে গিয়ে দুজনাতে
হুমড়ি খেয়ে পড়ি গিয়ে
দোলের বেদির পাশেই ভরা
ফুল বিছানো চাঁপাতলায়।


আজ কোথায় যে তুই কোথায় আমি
দু'য়ের মাঝে এক ছায়াপথ,
কোথায় যে সেই সোনালী দিন
যায়না দেখা আবছায়া পথ।
নয়ন আছে তারা তো নেই চাঁপাতলাও নেই যে আর...
=====================
অমিতাভ (১৪.১.২০১৬) বাড়ি, দুপুর ২-০০