ভাবতে ভাবতে কখন যেন ভাবনারাও হারায়।
সোনালী স্বপন নীল আকাশের নিচে
সবুজে সবুজে শ্লথ পদচারণা ,
সেতো কবেই হারিয়ে গিয়েছে হায়  বিস্মৃত আজ ইতিহাস।
নিরাশাও আজ দেয়না মনে সংশয়ের দোলা,
কর্মহীনতার সুদীর্ঘ ক্লান্তিকর মিছিল যে আজ চুয়াত্তর দিনে দিয়েছে পা !


কোথায় কেন্দুলির মেলা, স্কুল কলেজ যাওয়া, সৃষ্টিসুখের ব্যঞ্জনা?
কর্মস্থল উপাসনা সভ্যতার এগিয়ে চলার চিৎকার?
চারিদিকে ভয়াল নিস্তব্ধতা, শ্মশানে শকুন পা, মরণ উৎসব।


নিস্তব্ধ নিঝুম এক নিরাশ দুপুর,
কার্নিশে কাক ঘুলঘুলিতে বকম বকম আর সুস্পষ্ট প্রতিধ্বনি।
পায়ে পায়ে এগিয়ে চলেছে নিকম্মা ছেঁড়া দুনিয়া।
ক্লান্ত মানুষ ক্লান্ত পৃথিবীর পিঠ পাঁজর তার হা হা কলিজা ।


দীর্ঘ হতে দীর্ঘতর হয় -
আক্রান্ত মানুষের আর লাশের মিছিল অক্লান্ত দ্রুততায়।


নির্ঘুমে এই দুটি চোখ মরা মাছের মত
যারা চেয়েই থাকে বোবা সাক্ষী হয়ে,
ওরাও যে আজ কখন যেন অবসাদে ঢলে পড়ে,
পড়ে থাকে কলম কালি -
গীতবিতান শক্তি সুনীল বিষ্ণু দের জিম্মায়।


যায় হারিয়ে ভরদুপুরে অজ্ঞানে অজানা কোন -
না জানা, না বোঝা, না ভাল লাগার এক নিকম্মা দুনিয়ায়।
________________________
অমিতাভ (৪.৬.২০২০)বাড়ি, দুপুর ৩-৪০


** আজ গৃহবন্দী হয়ে 'লকডাউনের' ৭৪ তম দিনে । ভারতে আক্রান্ত ২,২০,০০০ মৃত ৬৪৮০ !!