রাতের পর রাত, কত না রাত যায় কেটে
বয়েই চলে ওরা দেখি নির্ঘুমে থেকে,
কিন্তু কৈ ক্লান্তি তো আসেনা আমার এই দুচোখের পাতায়?
তোকে নিয়ে তোকে ভেবেই তো কাটে আমার নিশীথের অভিযান।
নিস্তব্ধ আঁধা্রে এই পথ চলা - শুধু তোকে নিয়ে,
জেগে থাকি যত স্বপ্নের জাল বুনে বুনে।


দুঃখরা পারেনা আর দিতে ব্যথা
ক্লান্তিও আসেনা রাত জেগে, এই দেহে মনে।


কেন শুধু মনে হয় এই বুঝি শেষ রাত
তোকে কাছে পাবার?
বন্ধুরে তুই সাথী আমার
ঝর ঝর তুই পড়না রে তুই ঝরে,
ভরিয়ে দে তোর ভালবাসা দিয়ে,
শ্রাবনের এই ভরা বাদল রাতে।


জড়িয়ে তোকে রাখব বুকে ধরে
আমি ছাড়বনা রে আর,
তারায় তারায় জোৎস্নালোকে ভাসব দুজন আজ
অনিঃশেষ এই দীর্ঘ রাতের অনন্ত চলায়।


চোখে হারাই তোকে আমি - এগিয়ে চলে রাত,
জানিনা একি আশীর্বাদ না অভিসম্পাত -
হে প্রিয়তমা ...
_____________________
অমিতাভ (৯.৮.১৮)বাড়ি, রাত ১২-৪৫