ইদানিং বদলে গেছে আমার সবুজ পৃথিবী
রক্তিম গোধুলীর প্রক্ষেপিত  রঙে
রাঙা হয়ে পড়ে রয় তরঙ্গবিহীন আহত পৃথিবী আমার ।
কথারা হারিয়ে গেছে ভাবহীন হয়ে
নির্বাক ওরা আজ দিশাহীন নিঃশব্দ নিথর ।


নোনা জলে হাত ধোয়া এখন হয়েছে অভ্যাস
ফুলেরা ফোটেনা আর বাগানে আমার,
আঙ্গিনায় দাঁড়িয়ে রয় বন্ধ্যা শিউলি বকুল
একরাশ অন্তহীন নিঃশব্দতা নিয়ে ,
শূন্য দৃষ্টিতে খোঁজে সুগন্ধি প্রহর !


স্তব্ধ যত ভ্রমরের কলগুঞ্জরন,
হলুদ প্রজাপতিরা কেন যে
ওড়েনা ওরা আর জঠরে আমার?
জিবনের আঙ্গিনায় দেখি ক্যকটাস ফনিমনসার সমাগম
হুতুম প্যচা আর বাদুড়ের পাখার কোলাহল ।

আমার আকাশে আজ ওড়ে শুধু শ্মশানের ছাই,
নিষ্প্রান ছন্দহীন এক বিচ্ছিন্ন জীবন ।


ছোট হতে ছোট হয় পৃথিবী আমার
নিস্তরঙ্গ বর্ণহীন নীরব নিথর!
=================
অমিতাভ (১৭.২.২০১৬)