আদুরী সে প্রাণভমরা কৌটোবন্দী দেহের ,
আঁকড়ে ধরে তাকেই যে বয় জীবন তরীখানি কতই আঁকেবাঁকে ।
পদে পদে হাজারো বাধা, শঙ্কা ও ভয় ইহলোকে,
সে দেখি বেশ বেড়ায় উড়ে শঙ্খচিল ডানা মেলে মনের আকাশ ছেয়ে ।
কেই বা না চায় তারে, কেই বা তারে ভুলতে পারে ,
পারে কি কেঊ চলতে আদৌ তার আবেদন ফেলে ?


ভাবতে বড় অবাক লাগে,
কেন যে আপামর এত কাঙাল হয়েও ওরা
পারেনা সোচ্চার হয়ে নামটি নিয়ে তার সুখ্যাতি ছড়াতে !
জানিনা কেন এত চুপ চুপ গুটিসুটি এতই বাধো বাধো ?


হ্যাঁ, জীবনের সারার্থ সে - ভালবাসা তার নাম,
বড়ই ভালবাসি ভালবাসার বসতিতে ভাবতে বাসাটি আমার ।
হ্যাঁ হ্যাঁ বিলক্ষন জানি তোমার খামক্ষেয়ালি বেপরোয়া উড়ুক্কু স্বভাব,
বড় ভালবাসি অশান্ত অস্থির এই বেপরোয়া তোমাকে,
ভালবাসি তোমার মায়ার বাঁধন, মগ্নতা, ওই উষ্ণতার আবেশ ।
ওগো আদুরী নেশাতুর তুমি অম্লান ভালবাসা
আমি যে চাই আমার ভিতর বাহির থাক তোমাকে জড়িয়ে -
উজাড় করে তোমাকে দিয়ে নিয়ে মোহিনী তোমাকে ।


তুমি স্নেহ তুমি প্রেম আদুরী তুমি ভালবাসা,
ভক্তি শ্রদ্ধা হয়ে তুমি যে নিহিত রাগে - তুমি অনুরাগে ।
কত রূপেই না ব্যপ্ত তুমি ওগো ভালবাসা
সীমিত এ'জীবনের মর্মার্থ হয়ে !
আমি যে তোমাকেই চাই আষ্টেপৃষ্টে আমার, দিবারাত্রি প্রতিপল অনুপলে,
বিচিত্র মোহিনী তোমার রঙে রূপে রসে - সুস্বাদু তোমাকে ।
___________________________
অমিতাভ (১৪.২.২০২১) বিকেল ৫-৪০
* আজ বসন্তের শুভারম্ভ, ভালবাসা দিবস ।