বসন্ত আসে ঐ
কত না রঙের পসরা নিয়ে কাঁখে
শোক তাপ বেদনায়
জর্জরিত ধুসর পৃথিবীতে,
আবার সাজাতে তাকে
উজ্জ্বল রঙে রূপে রসের বিনোদনে,
ভরিয়ে দিতে যত আহত হৃদয় প্রাণ -
খুশির ছোঁয়ায়।


সেতো আসে বার বার
জীবনের গান নিয়ে ধরণীর বুকে!
প্রকৃতির ষোড়শী সে,
সেযে জীবনের আনন্দধারা - বসন্ত সুন্দর।
____________________
অমিতাভ(৪.২.২০১৮) বাড়ি