কেন যে মরিস মাথা কুটে মন্দিরে মন্দিরে ?
মসজিদে করিস সিজদা তুই দোয়া মোনাজাত?
কি হবে গির্জার 'কনফেশন স্টেন্ড'এ দাঁড়িয়ে
তোর ক্ষমা ভিক্ষা চেয়ে?


অনেক তো হল ওরে দেখনারে তুই চেয়ে,
বন্ধ কর এই সহস্র বৎসরের তামাশা এবার,
মন্দির মসজিদ গির্জার রক্তাক্ত কোন্দল।


তোরা কি ধর্ম করিস? তাই মনে হয়?
নাকি যুযুধান লড়াই যত ঘৃণা ও বিদ্বেষ নিয়ে,
আর মানুষ জবাইয়ের করিস অধ্যয়ন অনুশীলন যত?


ভেবে দেখেছিস কি কখনও ?
পবিত্র নিষ্পাপ মন নিয়ে যার সান্নিধ্য তুই চাস-
সেতো সদা বিরাজমান ওই তোরই ভিতর !


মনের ঘরের আলো জ্বেলে
একবার দেখতোরে তুই চেয়ে ,
কি আলোকজ্বল সেখানে তার উপস্থিতি!


তুইই তো সে ,
আরে আরে সেই যে তুই।
কাকে ফাঁকি দিস তুই যত মিথ্যাচারে?


আর অবনত করে মস্তক
যত প্রার্থনা তোর ওই মন্দিরে মসজিদে ,
সে যে তোরই অন্তরে অধিষ্টিত তোর তুই  !


নিজেকে শুদ্ধ কর,
ক্রমাগত বর্জন কর অন্যায় যত,
সর্বাগ্রে তুইই তো জানিস তোর পাপ পুণ্যের বিশদ সমাচার।


দেখ চেয়ে ধ্যানমগ্ন হয়ে তোরই দেহের মানমন্দিরে
আলোকিত মোহময় দৈব আপনারে,
ওখানেই মুক্তি তোর পরম শান্তি - তোর নির্বাণ।
_________________________
অমিতাভ (১৪.৭.২০২০)