জানি, বিলক্ষণ জানি -  
নিতান্ত অনিচ্ছা ও ঘৃনা নিয়ে বুকে
প্রতিদিন ওরা যায় আসে ,
পায়ে পায়ে এগিয়ে যায় ওরা  আমার ওপর
বড় অবজ্ঞায় পা ফেলে দলনে পীড়নে।
কাদাজলে মাখামাখি পুতীগন্ধময় আমি
পড়ে থাকি সকলের বিরক্তি ও ঘৃনা নিয়ে -
পায়ের তলায় !
তবু পারাপার করি আমার ঘেও পিঠ পেতে,
আর ওরা পার হয়।


জন্ম মৃত্যু বিবাহের অগনিত মিছিলের  
কত শতাব্দির সাক্ষী আমি,
সাক্ষী হয়ে পড়ে রই মুক ও বধির হয়ে
নব বর বধূকে নিয়ে পিঠে,
শববাহি হরিনাম জানাজার মিছিলে
কত ধর্ষন বলাৎকারের রাতে !
কখনও রাতের অন্ধকারে দেখি উষ্ণ ঠোঁটের যুগপৎ আলাপন।
নিরবেই আমি ওদের করে চলেছি পারাপার - পোড়া পিঠ পেতে।


অন্ধকারাচ্ছন্ন আমি - লোলচর্ম সার ,
পাঁজরের যত হাড় বার করা আমি -
সারা দেহে ঘা নিয়ে  আমি এক শীর্ণকায় সরীসৃপ বোবা।
লোকচক্ষুর অন্তরালে বিস্মৃত হয়ে
অবহেলায় অবজ্ঞায় আজও পারাপার করে চলি আমি,
ওরাও পার হয় দেখি - এ'সময়, এ'জীবন, এই ইহলোক।


আমি এক অপাংক্তেয়,
সময়কে সাক্ষী রেখে তোমাদেরই পিঠে নিয়ে বওয়া
আমি এক ধিকৃত কানা গলি ।
------------------------------------
অমিতাভ শূর (২.৭.২০১৬) সকাল  ৭- ২০