এ ' শহর চালবোল অধুনা এই সমাজের চেতন মনন ,
পারেনা আর মানিয়ে নিতে কিছুতেই এই মন।
নিজেকে নিজেই দেখি আর করি বিশ্লেষণ ,
অজান্তেই কখন যেন হয়ে গেছি  আমি -
এক ' ওল্ড স্কুল বয় ' ,
বড়ই অপাংক্তেয় নিতান্ত এক অচল আধুলি !


তাই নীরব বনবিথীরে তুই,
ওরে শিশির ভেজা আল পথ -
তোরা থাকনা সাথে, একটু না হয় পাশে ।
ভরা বর্ষা ভোরের শিশির ওরে নিস্তব্ধ দুপুর -
থাকনা তোরা বেঁচে ,
বেঁচে থাক ভীমসেন, জর্জদা, আখতার বেগম ।
তোদের কাছে তোদের মাঝে তোদের নিয়েই মগ্ন হয়ে -
বাঁচি আমি নীরবতায় সরব তোদের সাথে ।


নীরবেই ফোটে দেখি শিশির পরশ নিয়ে ভোরের সুরভিত সুগন্ধি ফুলেরা,
তুলসিতলায় সাজবাতি - নীরবেই সেও করে ঘোর তমসাকে সাদরে আহ্বান ।
নির্জনে ভাবে মন জীবনের শেষেওতো আছে এক অজানা ওপার,
একান্তে নীরবে বসে অনাগত ওই অনিবারীকেই আমি করি সম্ভাষণ ।


বাউল এ'মন আমার একান্তে খুঁজে ফেরে নির্জনতায়
ফেলে আসা প্রাণোচ্ছল একলা আপনারে  -
এক তারের ওই সুরে ,
রাতের কোলে দগ্ধ দিনে অস্তমিত দিগন্তের ওই রক্তিম মেঘমল্লারে ...
_____________________________
অমিতাভ (১৪.৩.২০২১) গৃহকোণ, বিকেল ৫-২০