ওষ্ঠাগত
_________
বড় ছন্দহীন বর্ণচোরা ধূসর এ'জীবন
এখানে স্বস্তি নেই, নেই কোনও প্রশস্তি এখন।
বিস্তৃত ভুবনে ছড়িয়ে এত প্রাণ জনপদ
সকলে বিচ্ছিন্ন ওরা আজ বড় বিপন্ন চঞ্চল ।
বড় একাকী সকলেই ওরা অবসন্ন মনে,
ছড়িয়ে ওরা আজ বৃন্তচ্যুত ফুলের মত।


মরু সাহারায় ফোটা বর্ণীল -
ক্যকটাস ফুলেদের মত শহুরে এ'জীবন।
যেখানে রয়েছে রঙ রোশনাই আছে কতনা চটক
আছে বৈভবের বাহ্যিক নর্তক ফোয়ারা ।
নেই বিশ্বাস, সন্দিগ্ধ মনে হারিয়ে গিয়েছে শাশ্বত প্রাণের প্রবাহ
আছে অযান্ত্রিক জীবনের যত যান্ত্রিক আনাগোনা !
________________________
অমিতাভ (১.৪.১৯) বাড়ি, সন্ধ্যা ৭-২৫


** কি আশ্চর্য !! নিজেই অবাক হয়ে গেলাম দেখে - কবিতাটা লিখেছিলাম ঠিক ১ বছর আগে , আজ হঠাৎ করে পড়ে মনে হল আজকের এই করোনা ভীতির দিনে লেখাটার কি অদ্ভুত প্রাসঙ্গিকতা !!
অমিতাভ (১৫।৪।২০২০)