কি বিচিত্র এই আমজনতা  -
কেমন আলোর অন্ধকারে ,
হাত বাড়িয়ে যে সুখগুলো সব বলছে হেঁকে - আয় ,
কি অবহেলায় দেই ছেড়ে তারে দেখেও না দেখে !
কল্পনাতীত, যা নয় আমার -
বামন হয়ে তারেই যে চাই জটিল এ' সংসারে ।


ফুলের গন্ধে মন বসেনা,
মন সুখী নয় সরলতায় - যুঁই বেলি সুবাসে ।
আড়ম্বরে জটিলতায় মেকি সুখের মোহে
ছুটে মরি কাগুজে ফুল, মরীচিকার পিছে ।
হারায় যে সুখ এমনি করেই,আপন হাতেই সরিয়ে তারে
গ্লানীর বেড়াজালে - শত জটিলতার ফাঁদে ।


জ্ঞানকে হারাই অজ্ঞানতায়
জড়াই ক্রমেই আপনারে চোরাবালির ফাঁদে ।
সুখ নীরবে বাঁকা হেসে অলক্ষেই যায় হারিয়ে ,
অজ্ঞানতায় অবহেলায় ভ্রান্তির বিলাসে ।
আপামর সব ব্যস্ত কেমন মেকি সুখের মায়াজালে,
চাকচিক্যের সম্মোহনি কুহক ইন্দ্রজালে ।
_______________________
অমিতাভ (২৮.৫.১৯) গৃহকোণ