ফরাসি আতর, রুজ, মাস্ক, মাস্কারা
আরও কত কি শৌখিন পলেস্তারা,
তারি নিচে প্রতিরাতে গুমরে মরে প্রতিপ্রাতে
কত যে অসহায় বেসাহারা ওরা |


স্বপ্নগুলোকে ঢেলে কবরে চাপা দিয়ে ওরা বিষন্নতাকে ঢাকে মাস্কারায় -
একটুকু শুধু বাঁচার প্রত্যাশায়,
ওদিকে কারও বা দেদার উল্লাস চলে নরম মাংস নিয়ে
কর্ষণে, ভক্ষনে - মুখোশেরই নিচে।


কত যে জীবন হারিয়ে চলেছে মুখোশের আড়ালে আড়ালে
কংস নিরো কিংবা আধুনিক ইবলিসদের হাতে ,
সামাজিক দৈত্যরা করে উল্লাস
মূখোশে পোশাকে সেজে যেন কত মহাপ্রাণ !!


তবুও চলেছি কেমন শশব্যস্ত হয়ে নির্লিপ্ত মুখে
অযান্ত্রিক জীবনকে যান্ত্রিকতার নাগপাশে বেঁধে ।
ঘোড়া হয়ে দৌড়ই চোখে ঠুলি বেঁধে
নিষ্ঠুর এক অমানবিকতায় ।


তবুও কেমন নির্দ্বিধায় বলেই চলেছি মুখে
এ'জীবন এ'সমাজ নাকি অতি আধুনিক !!
--------------------------------------
অমিতাভ(১৯.৮.২০১৭)