পুরুষ তুমি পৌরুষ বল কাকে ?
যৌণ অত্যাচার আর নির্যাতন করে  
অবলীলায় নারীর অধিকার লুন্ঠনে?
নাকি তুল্যমূল্য বিচারে তোমার শক্তিমান হওয়ার ঔদ্ধত্যকে ?
কি করে যে এত নির্লজ্জ হয়ে গেলে তুমি পূরুষ ?


ভুলে গেলে বেমালুম নারীকে রক্ষা করার
ন্যস্ত দায়িত্বটুকু তোমার?
কখনও কি ভেবে দেখেছ তুমি
এভাবে পাবে কি প্রকৃত ভালবাসা, যৌণ সুখ,
একটুকু শান্তির শীতল আচ্ছাদন?
___________________
অমিতাভ(১ ১২.২০১৭)


** দিন দিন কোন গুহ্যলোকে নেমে চলেছি আমরা পুরুষেরা? আমরা সভ্য হলাম কৈ? আমরা আবার গাল ভরা শিক্ষার কথা বলি, সভ্যতার কথা বলি ! ওই অভিষেক ওই মফিজউদ্দিন ওরা কি শিক্ষক না কিছু পুরুষ দানব?
নিজেকে পুরুষ বলে পরিচয় দিতে বড় লজ্জা হয় আজ। নিজের কাছে নিজেই কেমন ছোট থকে আরও ছোট হয়ে চলেছি ক্রমান্বয়ে। আমিও যে পুরুষ , ওই দানবদেরই সগোত্র!! আমার এই লেখাটি ওই দানবদের বিরুদ্ধে।
আমি আজ মাথা হেঁট করে দাড়াই সমগ্র নারীজাতির কাছে।