আমি যে খুঁজেই চলি
একটি ভাল বাসা অহরহ,
যে বাসায় ভালবাসার স্নিগ্ধতা উষ্ণতা
নিত্য অফুরান ।


ধনীর ঘরে ধন আছে বড়,
ভাল বাসারও তার জাহির বড়,
যদি ভালবাসাই হয় সেখানে কৃপণ অকুলান
সেতো বাসা ভাল নয়।


যে জানে বাসতে ভাল দখিনি হাওয়ার মত
সেখানেই বাসা ভাল - নীল আকাশপ্রতিম,
যে' বাসায় ম ম করা সুগন্ধ ধূপের ভালবাসার
সে আমার ইপ্সিত ভীষণ চাওয়া - আমি ভালবাসা।
________________________
অমিতাভ (৬.১.১৯)