না না পারনা ভুলতে তুমি
এমন নির্দয় হয়ে।
ভুলোনা ভুলোনা আমায় তুমি ভুলে যেওনা
আমি যে আজও ভুলতে পারিনি তোমায়।
কেন সরে আছ তুমি কোন অভিমানে
যে কথা বলনি তুমি কোনওদিনও আমায়।


কেন তবে ভেজালে হৃদয় এত ভালবাসা দিয়ে?
কেন বেঁধেছিলে তবে পেলব ওই দুই বাহুর বন্ধনে
তোমার উষ্ণতা দিয়ে - বৃষ্টিভেজা রাতে?
পারিনি তো ভুলতে আজও সেদিন সেই রাতগুলো!
ভুলতে পারিনা আমি হৃদয়ের আকূল স্পন্দন,
বুকের ওপর বওয়া তোমার প্রতিটি নিশ্বাস !


না না পারনা ভুলতে  তুমি,
এমন নির্দয় হয়ে।
ভেঙ্গে দিতে পারনা তুমি এ'হৃদয় খান খান করে,
একলা আমাকে রেখে দূরে সরে গিয়ে।
পারনা এমন অকষ্মাত কিচ্ছু না বলে –
অসময়ে এমন নিঃস্ব অসহায় করে চলে যেতে!


বোঝনা কি, দিন যায় পার হয়ে যায় প্রতিক্ষন,
অনিশ্চিত জীবনের আয়ুষ্কাল হতে –
নিষ্ফলা অন্তরে পড়ে রয় বিরহ বেদন।
পারনা ভুলতে তুমি এভাবে আমায়
ভেঙ্গে দিয়ে আমাদের নির্মল. সুন্দর সুদৃঢ় বন্ধন
এমন অসময়ে অকষ্মাত কিচ্ছু না বলে !!


ভুলোনা ভুলোনা আমায় তুমি ভুলে যেওনা
আমি যে আজও ভুলতে পারিনি তোমায়।
-------------------------
অমিতাভ (৭.১০.২০১৬)