পেতাম যদি অনন্ত জীবন আমি - অনাদী ওই আগামীর সাথে,
আলবৎ দেখতাম আরও নিখুঁতভাবে আমার একান্ত ভাললাগাগুলোকে,
নীল আকাশ, সমুদ্র নীল আর এই মনের গভীরে নীল নেশাকে আমার ,
দেখতাম অসংখ্য শস্যভরা সবুজ ধানক্ষেত, বিস্তৃত প্রান্তর আর ওই ঝাউবনের সারি,
দেখতাম কত বরফের মুকুট পরা পর্বত শিখর, অসীমে সসীম সাদা মেঘ বাহারি,
তারই সাথে অনেক অনেক কোরা কাগজগুচ্ছ অনাবাদি।


হয়তো দেখতে পেতাম আরও
কতনা মনোলোভা পদ্মে ভ্রমরের আনাগোনা,
কল্মিফুলে ওড়া জলফড়িং, কুয়াশাভেজা ভোর, কত হলুদ ঝিঙে ফুল।
হয়তো আরও অনেক অনেক ভাললাগাগুলো!
তবে পেতাম কি প্রেম হারিয়েছি যারে ?
পেতাম কি শ্রদ্ধা - নাকি কিছু করুনার আড়ালে যত অবাঞ্ছিতের অবহেলা ?


দেখে যেতাম অনাদীকাল ধরে -
ক্রমেই কমতে থাকা যত চেনা মুখ চেনা আশপাশ ?
ধিরে ধিরে অনেকের মাঝে আমি হয়ে যাব এক নির্জন দ্বীপের হুতাস!
কিংবা অগণিত নক্ষত্রের মাঝে আপন কক্ষপথে ঘোরা -
আমি হব একাকী বোবা লক্ষহীন এক চলমান নক্ষত্র মাত্র !


এখনই তো কোথাও আর দেখতে পাইনা তোমাকে
তবে কি অনাদী কাল ধরে শুধুই এই না দেখার আফশোষ ?
হয়তো দেখতামই বা অনেক সুরম্য উদ্যান, কত শ্রেয়সীর হাসি আর মায়াবী পূর্নশশীকে।
পারতামনাতো একটু ধরতে তোমাকে, পেতাম কি বড় কাঙ্খিত তোমার উষ্ণতার পরশ ?


তাই পেলেই কি নেব ওই অনন্ত জীবন?
একাকী চলার দুঃসহ যন্ত্রণার এমন বাঁচার মরণ ?
অনন্ত প্রেমহীন এক একাকী পরিব্রাজকের জীবদ্দশা ?
শুধুই দৃষ্টিসুখে মগ্ন থাকা যুবতীর ঝরে পড়া যৌবনের রামধনু দেখে ?
অনন্ত কাল শুধু ভেসে যাব - মোহিনী কুহক তিয়াসে?
তারই সাথে দেখে যাব ক্লান্তিহীন অনন্ত মৃত্যু মিছিল যত চেনা অচেনার,
সাক্ষী হব ঝড় জল কোলাহল ক্ষুধার্তের হাহাকারে,
দেখতে হবে অসফল হৃদয়ের জ্বলা দাউ দাউ যত বিলাপ ?


তাই প্রশ্ন মনে আসে বার বার , হয় বিশ্লেষণ করি বিক্ষন,
পেলেই কি নেব হাত পেতে, কাঙ্গালের মত এক অনন্ত জীবন?
______________________________
অমিতাভ (২.১১.২০২০) বাড়ি, রাত ১-২০